মুশফিকের সেঞ্চুরিতে দ. আফ্রিকার সামনে ২৭৯ রানের টার্গেট

মুশফিকের সেঞ্চুরিতে দ. আফ্রিকার সামনে ২৭৯ রানের টার্গেট

শেয়ার করুন

iস্পোর্টস ডেস্ক :

কিম্বার্লিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষ টস জিতে ব্যাট করতে নেমে মুশফিকুর রহীমের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান করেছে বাংলাদেশ।

মুশফিক ১১৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া ইমরুল ৩১ আর সাকিব করেন ২৯ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে রাবাতা নেন ৪ উইকেট।

কিম্বার্লিতে ম্যাচের আগে টাইগারদের জন্য ইনজুরি সমস্যা দু:সংবাদ হয়ে আসে। ইনজুরির কারণে পেস বোলার মোস্তাফিজের বাদ পরার পর ম্যাচের ঠিক আগে ছিটকে যান ওপেনার তামিম ইকবাল। তামিমের অনুপস্থিতে ইমরুল কায়েসের সঙ্গে ওপেন করতে নেমেছেন উইকেট কিপার লিটন কুমার দাস। দুজনের মিলে শুরুতেই দেখে শুনে সামলিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস এ্যাটাক।

দুজনে মিলে গড়ে তোলেন ৪৩ রানের পার্টনারশিপ। ভাল খেলতে থাকা লিটব রাবাতার বলে ডু প্লেসিসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেয়ার আগে করেন ২১ রান। এর পর ৩১ রান করে ইমরুল আউট হলে দলের হাল ধরেন দলের দুই সেরা ব্যাটসম্যান মুশফিক ও সাকিব। দুজনে মিলে গড়ে তোলেন ৫৯ রানের পার্টনারশিপ।Wicket keeperMushfiqur Rahim (C) of Bangladesh  is in action during the first One Day International (ODI) cricket match between South Africa and Bangladesh in Kimberley, South Africa on October 15, 2017. / AFP PHOTO / CHARL DEVENISH        (Photo credit should read CHARL DEVENISH/AFP/Getty Images)

Wicket keeperMushfiqur Rahim (C) of Bangladesh is in action during the first One Day International (ODI) cricket match between South Africa and Bangladesh in Kimberley, South Africa on October 15, 2017. / AFP PHOTO / CHARL DEVENISH (Photo credit should read CHARL DEVENISH/AFP/Getty Images)

বাংলাদেশ যখন এই ‍দুজনের ব্যাটে বড় সংগ্রহের দিকে আগাচ্ছিল তখনই ছন্দপতন। দলীয় ১২৬ রানের মাথায় তাহিরের বলে হাশিম আমলার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ২৯ রান করা সাকিব। এই ২৯ রান করার পথে গড়ে তোলেন অনন্য এক রেকর্ড। সবচেয়ে কম ম্যাচে খেলে ৫ হাজার আর ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। পিছনে ফেলেন জ্যাক ক্যালিস আর জয়সুরিয়ার মত গ্রেটদের।

এক দিকে উইকেট যাওয়া আসার মধ্যে একপ্রান্তে আগলে থাকেন টেস্ট অধিনায়ক মুশফিক। তবে মাহমুদুল্লাকে যোগ্য সঙ্গি পান মুশফিক। গড়ে তোলেন ৬৯ রানের কার্যকরী পার্টনারশিপ।

১৯৫ রানের মাথায় ২৬ রান করে মাহমুদুল্লাহ আউট হবার পর সাব্বির ১৯ এবং নাসির ১১ রানে করে আউট হলে বড় রানের স্বপ্ন ভেঙ্গে যায় দলের। তবে একপাশ আগলে রেখে মুশফিক তুলে নেন ব্যক্তিগত ৫ম ওয়ানডে সেঞ্চুরি। আর এটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম কোন বাংলাদেশীর ওয়ানডে সেঞ্চুরি।

শেষ দিকে অভিষিক্ত সাইফুদ্দিনের ১৬ রানে ২৭৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। সাইফুদ্দিন ১১ বলে ১৬ রান করে ইনিংসের শেষ বলে আউট হন। আর মুশফিকুর রহীম ১১০ রান অপরাজিত থাকেন।