মিসরকে হারিয়ে নেশন্স কাপের শিরোপা জিতলো ক্যামেরুন

মিসরকে হারিয়ে নেশন্স কাপের শিরোপা জিতলো ক্যামেরুন

শেয়ার করুন

4435012_herolস্পোর্টস ডেস্ক :

১৫ বছর পর আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জিতলো ক্যামেরুন। রোববার ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে মিসরকে। আর ২০০৮ সালে মিসরের কাছে ফাইনালে হারের প্রতিশোধও।

কারা হবেন আফ্রিকান ফুটবলের রাজা। মিসর না ক্যামেরুন। পরিসংখ্যানে এগিয়ে মিসর। নেশন্স কাপের ৬০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ৭ বার শিরোপার স্বাদ পেয়েছে তারা। আর আফ্রিকান সিংহ ক্যামেরুন জিতেছে চারবার।

এবার নিজেদের ইতিহাস আরও সমৃদ্ধ করার মিশনে ফাইনালে মুখোমুখি মিসর-ক্যামেরুন। গ্যাবনের লিবারভিল স্টেডিয়ামে খেলার শুরু থেকেই দাপট দেখায় মিসর।
cameroon-egypt-afcon-2017_1wl6v6hsnd1o8157jlsy9z5k1c২২ মিনিটে মোহাম্মেদ ইলানির গোলে এগিয়ে যায় মিসর।  ০-১ গোলে পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে আফ্রিকান সিংহরা। এসময় একাধিক গোলের সুযোগও তৈরি করে তারা। তবে গোলের জন্য অপেক্ষা ৫৯ মিনিট পর্যন্ত। এসময় নিকোলাস ক্যামেরুনের হয়ে সমতা আনেন।

১-১ গোলের ড্র নিয়ে যখন অতিরিক্ত সময়ে পথে খেলা, তখনই ক্যামেরুন দলের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন ভিনসেন্ট। ৮৮ মিনিটে তার গোলে শিরোপা উল্লাসের উপলক্ষ পায় ক্যামেরুন।

সর্বশেষ ২০০২ সালে শিরোপার স্বাদ পেয়েছিল ক্যামেরুন। এবার ১৫ বছরের অপেক্ষার অবসান হলো আফ্রিকান সিংহদের।