মাহমুদউল্লাহর অধিনায়ত্ব মুগ্ধ করেছে সবাইকে

মাহমুদউল্লাহর অধিনায়ত্ব মুগ্ধ করেছে সবাইকে

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

সাকিব, তামিম বিহীন ভারত সফরে মাহমুদউল্লাহর অধিনায়ত্ব মুগ্ধ করেছে সবাইকে বলেন বিসিবির পরিচালক জালাল ইউনুস। এদিকে, তিন বিভাগে টাইগাররা  ভাল করেছে বলেই দল জিতেছে মনে করেন আরেক পরিচালক শেখ সোহেল। আর ক্রিকেট বিশেষজ্ঞ নাজমুল আবেদীন ফাহিমের মতে, তরুণরা দায়িত্ব নিয়ে খেলেছে বলেই ইতিহাসের স্বাক্ষী হতে পেরেছে।

৮-১। ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান। টি-২০ ফরমেটে আগে যা করতে পারেননি টাইগাররা। এবারের সফরে সেটিই করে দেখিয়েছে। বাংলাদেশ ক্রিকেটের সংকটাপন্ন সময়ে তরুণ দল নিয়ে এমন পারফরমেন্সে উৎফুল্ল জালাল ইউনুস।

পুরো দলকে একই সুতোঁয় গাঁধতে মাহমুদউল্লাহর অবদান অনস্বিকার্য। বোলিং পরিবর্তন থেকে ব্যাটিং অডারে পরিবর্তন সবই করেছেন নিখুঁতভাবে। সেটি নিয়েও কথা বলছেন এই পরিচালক।

আরেক বোর্ড পরিচালক শেখ সোহেল এমন জয়ে দারুন রোমাঞ্চিত। তিন বিভাগেই ভাল করার ফল এই জয়।

ক্রিকেট বিশেষজ্ঞ নাজুমল আবেদীন ফাহিমের কন্ঠে মুশফিকের ব্যাটিং নিয়ে আলাদা প্রশংসা ঝড়লো।

জয়ের আত্মবিশ্বাস রাজকোটে টেনে নিতে পারলে এক ম্যাচ আগেই ভারতের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয় অলোকিক নয় মনে করেন সবাই।