মাঠে গড়ালো আফ্রিকান নেশন কাপ

মাঠে গড়ালো আফ্রিকান নেশন কাপ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

সিভিল সার্ভিস ইউনিয়নের ডাকা ধর্মঘটের শঙ্কা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে আফ্রিকার জমজমাট ফুটবলের আসর আফ্রিকান ন্যাশনস কাপ ।

অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দার কারণে দেশটি সাম্প্রতিক সময়ে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এর ফলে আন্দোলনে নামে দেশটির বিভিন্ন বাণিজ্যিক সংগঠন। আসন্ন আফ্রিকান ন্যাশনস কাপ আয়োজন না করার জন্য দেশটির ফুটবল ফেডারেশনকেও অনুরোধ জানায় তারা।

তবে, দেশটির ফুটবল ফেডারেশন ঘোষণা দেয়, নির্দিষ্ট সময়ে এবং নির্ধারিত সূচিতেই টুর্নামেন্টের আয়োজন করা হবে। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে শুরু হলো আফ্রিকান ন্যাশনস কাপ।

উদ্বোধনী ম্যাচে মাঠে নামে স্বাগতিক গ্যাবন ও গিনি। এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দিনের অপর ম্যাচে শক্তিশালী ক্যামেরুনের বিপক্ষেও একই ব্যবধানে ড্র করে বুরকিনা ফাসো। এবারের আসরে ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ দেশের অংশগ্রহণে ২৩ দিন ব্যাপি এই টুর্নামেন্ট চলবে।