ভালেন্সিয়া ডিফেন্ডার মুরিওকে ধারে নিল বার্সা

ভালেন্সিয়া ডিফেন্ডার মুরিওকে ধারে নিল বার্সা

শেয়ার করুন

jeison-murillo-valencia-2018-19_4vt452qry2xg12q99a23d1dwqস্পোর্টস ডেস্ক :

ভালেন্সিয়ার ডিফেন্ডার জেইসন মুরিওকে চলতি মৌসুমের জন্য ধারে দলে নিয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে এই তথ্য দিয়েছে কাতালান ক্লাবটি।

স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ছয় মাসের এই চুক্তির জন্য ভালেন্সিয়াকে ২০ লাখ ইউরো দিইয়েছে বার্সেলোনা। মুরিওকে স্থায়ী করাও সুযোগ রয়েছে চুক্তিতে। তবে সেজন্য বার্সেলোনাকে গুনতে হবে ২ কোটি ৫০ লাখ ইউরো।

দলের দুই সেন্টারব্যাক বেলজিয়ামের টমাস ভারমালেন ও  ফ্রান্সের সামুয়েল উমতিতি চোটের কারণে দলের বাইরে আছেন। তাই শীতকালীন দল-বদলে একজন ডিফেন্ডারের প্র্যোজন অনুভব করেছেন কোচ ভালভার্দে।

কলম্বিয়া জাতীয় দলের হয়ে ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকাতে খেলার অভিজ্ঞতা আছে মুরিওর। তবে চলতি মৌসুমে ভালেন্সিয়ার হয়ে মাত্র একবারই মাঠে নেমেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।