ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট নাও হতে পারে!

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট নাও হতে পারে!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বুধবার থেকে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। রাজকোটে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সকাল ১০টায়। তবে, বোর্ডের তহবিল থেকে যদি সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কালকের মধ্যে কোনো অর্থ দেওয়া না হয়, তবে প্রথম টেস্ট নাও হতে পারে।

এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১১২ বার। এই লড়াইয়ে অনেকটায় এগিয়ে ইংল্যান্ড। ইংলিশদের জয় যেখানে ৪৩টি. সেখানে ভারতে জয় ২১ ম্যাচে। বাকি ৪৮ ম্যাচ হয়েছে ড্র।তবে ভারতের মাটিতে ইংলিশদের রেকর্ড সুখকর নয়।৫৫ দেখায় ১৫ পরাজয়ের বিপরীতে ১৩ ম্যাচে জয় সফরকারীদের।

এদিকে, বর্তমান পারফরমেন্স, বিরাট কোহলির দলকে আশার আলো দেখাচ্ছে। ঘরের মাটিতে সদ্যই তারা নিউজিল্যান্ডকে করেছে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে কুক বাহিণী প্রথম টেস্টে জয় পেয়েছিল মাত্র ২২ রানে। দ্বিতীয় টেস্টে ১০৮ রানে বড় ব্যবধানে হারে তারা।

তবে তরুণ্য নির্ভর দল নিয়ে এই সিরিজেই ঘুরে দাড়াঁতে চাইবে মঈন আলী-ব্রডরা।