ভারতীয় ক্রিকেট বোর্ডকে ৫২ কোটি রুপি জরিমানা

ভারতীয় ক্রিকেট বোর্ডকে ৫২ কোটি রুপি জরিমানা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

ভারতীয় ক্রিকেট বোর্ডকে ৫২  কোটি ২ লাখ রুপি জরিমানা করেছে ভারতের স্বচ্ছ ও নিরপেক্ষ প্রতিযোগিতামূলক আয়োজনের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সিসিআই কমপিটিশন কমিশন অব ইন্ডিয়া।

আইপিএলে অনিয়মিত ও বাজার-প্রতিযোগিতার পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়। অটল বিহারি বাজপেয়ি সরকারের সময়ে পাস হওয়া প্রতিযোগিতা আইন ২০০২-এর অধীনে বিসিসিআইকে অভিযুক্ত করে ২০১৩ সালেও এমন জরিমানা করা হয়েছিল। তবে সেই অভিযোগের বিপরীতে আপিল করে জরিমানার হাত থেকে বেঁচে যায় বিসিসিআই।

অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে বিসিসিআইয়ের সার্বিক আয়ের পুরোটাই দেশটির ক্রিকেটের উন্নয়নে বিনিয়োগ করার কথা। অথচ আইপিএল বাদে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করার ক্ষেত্রে উদাসীন ছিল ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।