বড় হার দিয়ে শেষ হলো নারী বিশ্বকাপ পর্ব

বড় হার দিয়ে শেষ হলো নারী বিশ্বকাপ পর্ব

শেয়ার করুন

Women Cricket

ক্রীড়া ডেস্ক।।

বিশ্বকাপ মিশনের শেষটা ভালো হলো না বাংলাদেশ নারী দলের। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরে টুর্নামেন্ট শেষ করেছে সালমা-নিগারদের দল।

নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ ম্যাচে ওয়েলিংটনে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৪৮ ওভারে ১৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক হিদার নাইট। শুরুতে ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দেয় টাইগ্রেসরা।

৬ রান করা ড্যানি ওয়াইয়াটের উইকেট তুলে নেন জাহানারা আলম। একই রানে অধিনায়ক নাইটকে আউট করেন সালমা খাতুন।

২৬ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। সেখান থেকে দলকে উদ্ধার করেন ট্যামি বিউমন্ট ও ন্যাট স্কিভার।

তৃতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন দুই ব্যাটার। বিউমন্ট ৩৩ রান করে রিতু মনির বলে প্যাভিলিয়নে ফেরেন।

স্কিভারকে ৪০ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফাহিমা খাতুন। দুই সেট ব্যাটারকে হারিয়েও বেসামাল হয়নি ইংল্যান্ড।

অ্যামি জোনস ও সোফিয়া ডাংকলির ব্যাটে লড়াই চালিয়ে যায় তারা। জোনসের ব্যাট থেকে আসে ৩১ আর ডাংকলি পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান আসে তার ব্যাট থেকে।