বড় জয়ে দেল রের সেমিতে বার্সা

বড় জয়ে দেল রের সেমিতে বার্সা

শেয়ার করুন

 

neymar-messi-andre-gomes-barcelona-real-sociedad-copa-del-rey-26012017_depbooyakoha1rmlcsqtmh2eoস্পোর্টস ডেস্ক :

ভাগ্য ফেরাতে পারলো না রিয়াল সোসিয়াদাদ। ক্যাম্প ন্যুতে বৃহস্পতিবার রাতে তারা ৫-২ ব্যবধানে হেরেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার কাছে। এ কোপা দেল রে’র সেমিফাইনাল নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

মেসি, সুয়ারেস ও নেইমারের ত্রিশুল আক্রমণে বরাবরই অপ্রতিরোদ্ধ বার্সেলোনা। প্রথম লেগে সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে জিতে আগেই সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছিল বার্সা। তাই ক্যাম্প ন্যু-তে জয় পেলেই শেষ চারের টিকিট নিশ্চিত ছিল কাতালানদের।

শক্তির বিচারে বার্সেলোনার চেয়ে যোজন যোজন পিছিয়ে সোসিয়াদাদের বিপক্ষে অবশ্য প্রথমার্ধ্বে খুব একটা প্রভাব বিস্তার করতে পারে নি নেইমার,মেসিরা। ১৭ মিনিটে দেনিস সুয়ারেজের গোলে লিড পায় বার্সা। ১-০ গোলে লিড নিয়ে বিরতীতে যায় কাতালান শিবির।

দ্বিতীয়ার্ধে যেনো স্বরূপে ফিরলো কোপা দেল’ রের সবচেয়ে বেশি শিরোপা জয়ীরা। আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকা বার্সা ৫৫ মিনিটে লিওনেল মেসির পেনাল্টিতে গোল ব্যবধান দ্বিগুণ করে।

২-০ গোলে পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি সোসিয়েদাদ। ৬২ মিনিটে জুয়ানমির গোলে ব্যবধান কমায় তারা।

তবে সোসিয়েদাদের উল্লাসে ভাটা পড়ে পরের মুহুর্তেই লুইস সুয়ারেজের গোলে। আবারো ম্যাচের নেয় নিয়ন্ত্রন বার্সেলোনা ।

৭৩ মিনিটে উইলিয়ান হোসের দুর্দান্ত হেডে ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি অতিথিরা। বরং ৮০ মিনিটে আর্দা তুরান আর ৮২ মিনিটে দেনিসের দ্বিতীয় গোলে বড় জয় নিশ্চিত হয় লুইস এনরিকের দলের।

সেমি-ফাইনালে ২৮ বারের কোপা দেল রে বিজয়ী বার্সেলোনার প্রতিপক্ষ সেল্টাভিগো।