ব্রাজিলকে স্বর্ণ জিতিয়ে অধিনায়কত্ব ছাড়লেন নেইমার

ব্রাজিলকে স্বর্ণ জিতিয়ে অধিনায়কত্ব ছাড়লেন নেইমার

শেয়ার করুন

নেইমার

স্পোর্টস ডেস্ক:

অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণ জেতানোর পরই অধিনায়কের পদ থেকে সরে দাড়াঁলেন নেইমার।

ইতিহাসে প্রথমবারের মত অলিম্পিকে ব্রাজিলকে পদক এনে দেন নেইমাররা। তবে এই পথটি তাদের জন্য সহজ ছিল না। প্রথম ২ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও ইরাকের সাথে ড্র করে সেলেসাওরা। আর তখন নেইমারের থেকে নারী দলের অধিনায়ক মার্তা ভাল খেলোয়াড় এমনটা বলতে থাকে ব্রাজিলিয়ানরা।

তবে, সবার মুখ বন্ধ করে দলকে স্বর্ণ জয়ের আনন্দে ভাষায় রোজারিও মিকেলের শিষ্যরা। ৫ বার বিশ্বকাপ জিতলেও এবারই অধরা অলিম্পিকে স্বর্ণের স্বাদ পায় তারা। নিজের খেলায় মনোযোগ দিতেই অধিনায়কত্ব থেকে সরেঁ যান তিনি।

এদিকে নেইমারের এমন সিদ্ধান্তকে পরিপক্কতার উদাহরণ হিসেবে দেখছেন কোচ মিকেল। তিনি বলেছেন, ‘নেইমারের কল্যাণে জয় পায় তারা।’