কারা আছেন ব্যালন ডি-অরের সংক্ষিপ্ত তালিকায়?

কারা আছেন ব্যালন ডি-অরের সংক্ষিপ্ত তালিকায়?

শেয়ার করুন

01_30135422_5b6507_2584216aএটিএন টাইমস ডেস্ক: 

ব্যালন ডি অরের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় ইংলিশ ও স্প্যানিশ লিগের ফুটবলারদের আধিপত্য বেশি।

লা-লিগায় গত মৌসুমে লিওনেল মেসি-লুইস সুয়ারেজ ও নেইমার মিলে করেছিলেন ১০৬ গোল। তিনজনই আছেন শর্টলিস্টে। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, পেপে টনি ক্রুসরা আছেন তালিকায়।

অ্যাটলেটিকো থেকে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ডিয়েগো গডিন, আন্তোনিও গ্রিজম্যান। ইংলিশ লিগে চমক দেখানো লেস্টার সিটি থেকে আছেন জেমি ভার্ডি, মাহারাজে। আরও আছেন জ্লাতান ইব্রাহিমোভিচ,পল পগবা, ডেভিড ডি ব্রুইন এ সার্জিও আগুয়েরো।

তালিকা লম্বা হলেও মূল লড়াই হবে ব্যালন ডি-অরকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা দুই গ্রেট মেসি আর রোনালদোর মধ্যেই।

২০১০ সালে ফিফার বর্ষসেরা পুরস্কার আর ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অর একীভূত হয়েছিল।

তবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে মিলে পুরস্কারটি দেওয়ার চুক্তি শেষ হয়ে যাওয়ায় এ বছর থেকে আবার একাই ব্যালন ডি’অর দেবে ফ্রান্স ফুটবল।