ব্যাটিংয়ের শীর্ষস্থান হারালেন কোহলি, বোলিংয়ের শীর্ষে অ্যান্ডারসন

ব্যাটিংয়ের শীর্ষস্থান হারালেন কোহলি, বোলিংয়ের শীর্ষে অ্যান্ডারসন

শেয়ার করুন

LONDON, ENGLAND - AUGUST 12:  India captain Virat Kohli leaves the field after being dismissed by Stuart Broad of England during day four of the 2nd Specsavers Test between England and India at Lord's Cricket Ground on August 12, 2018 in London, England.  (Photo by Gareth Copley/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

লর্ডস টেস্টে বাজে পারফরমেন্সের কারণে  আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাংকিংইয়ে শীর্ষ স্থান হারালেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে একটি সেঞ্চুরিসহ মোট ২০০ রান করেন কোহলি। নিষেধাজ্ঞায় থাকা অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছিলেন বিরাট  কোহলি। তবে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দলের ভরাডুবির সঙ্গে নিজের শীর্ষ স্থানও হারালেন কোহলি। শীর্ষে ফিরলেন স্মিথ। আর দ্বিতীয় স্থানে অবনমন হয়েছে বিরাটের।

এদিকে শীর্ষ দশে উঠে এসেছেন লর্ডসে ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৯৩ রান করা জনি বেয়ারস্টো। তিন ধাপ এগিয়ে নবম স্থানে আছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। আর বোলিং র‌্যাংকিংয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৯০৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রাখলেন  ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ভারন ফিল্যান্ডরকে পেছনে ফেলে তিনে উঠে এসেছেন ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন। লর্ডসে তিনিই ভারতের দুই ইনিংসে সর্বোচ্চ স্কোরার ছিলেন। শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।