ব্যাটিংটাই ভুলে গেছে বাংলাদেশ

ব্যাটিংটাই ভুলে গেছে বাংলাদেশ

শেয়ার করুন

Shakib Al Hasan (C) of Bangladesh hits 4 during day 2 of the 2nd Test between West Indies and Bangladesh at Sabina Park, Kingston, Jamaica, on July 13, 2018. / AFP PHOTO / Randy Brooks

স্পোর্টস ডেস্ক :

জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ২২৪ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ১ উইকেটে ১৯ রান।

কিংস্টনে আগের দিনের ৪ উইকেটে ২৯৫ রান নিয়ে খেলা শুরু করে আর মাত্র ৫৯ রান যোগ করে ৩৫৪ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যাথওয়েট সর্বোচ্চ ১১০ রান করেন। এছাড়া হিটমায়ারের ব্যাট থেকে আসে ৮৬ রান। বাংলাদেশের মিরাজ নেন ৫ উইকেট।

জবাবে, ব্যাট করতে নেমে প্রথম টেষ্টের মত আবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে ৪৬ দশমিক ১ ওভারে মাত্র ১৪৯ রানে অলআউট হয় টাইগাররা। তামিম ইকবাল ৪৭ ও সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ৩২ রান। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার নেন ৫ উইকেট।

২০৫ রানে এগিয়ে থেকে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ।