ব্যর্থ মিশন শেষে বুধবার রাতে দেশে ফিরছেন তামিম-সাকিবরা

ব্যর্থ মিশন শেষে বুধবার রাতে দেশে ফিরছেন তামিম-সাকিবরা

শেয়ার করুন

বাংলাদেশে হারএটিএন টাইমস ডেস্ক :

নিউজিল্যান্ডে ব্যর্থ মিশন শেষে বুধবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পৌঁছবেন তামিম-সাকিবরা। তবে দেশে ফেরার আগে দলের ব্যর্থতা নিয়ে ময়নাতদন্ত শুরু হয়ে গেছে এই সফরকে নিয়ে। ভুল থেকে শিক্ষা নেয়ার দৃঢতা ক্রিকেটারদের মাঝে এখনো গড়ে ওঠেনি। এমনটাই মন্তব্য বাংলাদেশ জাতীয় দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহের।

দেশের মাটিতে একের পর এক সাফল্যের পর প্রথম বিদেশে সিরিজ খেলতে গিয়ে ভরাডুবি। তিনটি ওয়ানডে, তিনটি টি টোয়েন্টি ও ২টি টেস্ট সবকটিতেই হারের লজ্জা। নিঃশন্দেহে টাইগারদের আত্মবিশ্বাসে বড় একটি ধাক্কা। কোচ হিসেবে তাই এ ব্যর্থতা খোঁজার চেষ্ঠা করছেন কোচ হাথুরুসিংহে।

তবে প্রতিটি ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করাটা ইতিবাচক দিক হিসেবে দেখছেন টাইগার কোচ। তাই টাইগারদের ভবিষ্যত দল গঠনে বড় পরিবর্তনের পক্ষে নন তিনি।

কিউইদের বিপক্ষে তিন ফরম্যাটেই ভুলগুলো ছিল চোখে লাগার মতো। তবে এসবকে প্রাধান্য না দিয়ে হাথুরুর দৃষ্টি অন্যত্র। তিনি সামনের সিরিজগুলোতে বিভাবে ভাল করা যায় সেদিকে নজর দিবেন।

নিউজিল্যান্ডে ব্যর্থ সফরের পর টাইগারদের পরবর্তী অ্যাসাইনমেন্ট বহুল প্রতীক্ষিত ভারত সফর। কিউইদের বিপক্ষে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভারতে টাইগাররা ভাল কিছু করবে এটাই প্রত্যাশা টাইগার কোচের।