বেলের হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল

বেলের হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল

শেয়ার করুন

7fb6d185-ffb8-4a35-8d1c-fdb869d0b62e
স্পোর্টস ডেস্ক :

কাশিমা অ্যান্টলার্সকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। শনিবার ফাইনালে টানা তিন শিরোপার মিশনে স্বাগতিক আল আইনের বিপক্ষে মাঠে নামবে  ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে,  ম্যাচের শুরু থেকেই অ্যান্টলার্সের উপর চড়াও  হয়  রিয়াল। অবশ্য ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যাওয়ার সহজ দুটি সুযোগ পেয়েও তা নষ্ট করে অ্যান্টলার্স। ৪৪ মিনিটে বেলের লক্ষ্যভেদে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা।

বিরতি থেকে ফিরে  ৫৩  মিনিটে ডি বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে বল জালে জড়ান বেল। আর  ৫৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরন করার পাশাপাশি  মেসি, রোনালদোর পর তৃতীয় ফুটবলার হিসেবে তিনটি ক্লাব বিশ্বকাপে গোল করার  অনন্য কীর্তি গড়েন বেল।

পরে  ৭৮ মিনিটে অ্যান্টলার্সের হয়ে একটি গোল শোধ দেন শমা দই। তাতে অবশ্য ব্যবধানই কমেছে কিন্তু রিয়ালের জয় ঠেকাতে পারেনি জাপানের এই ক্লাবটি। শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে ইউরোপ চ্যাম্পিয়নরা।