বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে ফ্রান্স

বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে ফ্রান্স

শেয়ার করুন

3750স্পোর্টস ডেস্ক :

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ওঠল ফ্রান্স। মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ৯৮-এর বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই পরাজয়ে বিশ্বকাপ ফাইনাল খেলা স্বপ্নই থেকে গেলো বেলজিয়ামের।

ফাইনালে উঠার মিশনে সেইন্ট পিটার্সবার্গে খেলার শুরুতে অবশ্য প্রাধান্য দেখায় বেলজিয়াম। ১৫ মিনিটে হ্যাজার্ডের শট পোষ্টের বাইরে দিয়ে চলে যায়। ২০ মিনিটে বেলজিয়ামের টবির অসাধারণ শট দারুণ দক্ষতায় রুখে দেন ফ্রান্স গোলরক্ষক। নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যায় ফ্রান্স। ৩০ মিনিটে অলিভিয়ের জিরু-র শট লক্ষভ্রষ্ট হয়। ৩৯ মিনিটে ফ্রান্সের পাভার্টের শট ডান পায়ের স্পর্শে রুখে দেন বেলজিয়াম গোলরক্ষক কুর্তোয়া।

বিরতির পরও আক্রমণের ধার অব্যাহত রাখে ফ্রান্স। ৫০ মিনিটে স্যামুয়েল উমতিতি গোল করে উল্লাসের উপলক্ষ্য এনে দেন ফ্রান্সকে। গোল হজমের পর তা পরিশোধে মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। বেশকিছু সুযোগ তৈরি করলেও হ্যাজার্ড-ফেলানিদের ব্যর্থতায় গোল পায়নি বেলজিয়াম। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স।