বৃষ্টি বিঘ্নিত মেলবোর্ন টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

বৃষ্টি বিঘ্নিত মেলবোর্ন টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

শেয়ার করুন

MELBOURNE, AUSTRALIA - DECEMBER 26: Azhar Ali of Pakistan bats during day one of the Second Test match between Australia and Pakistan at Melbourne Cricket Ground on December 26, 2016 in Melbourne, Australia.  (Photo by Michael Dodge/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

বৃষ্টি বিঘ্নিত মেলবোর্ন টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেটে ১৪২ রান করে প্রথম দিন শেষ করেছে তারা।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে প্যাভিলিয়নে ফেরেন শামি আসলাম। ওয়ান ডাউনে নামা বাবর আজমকে সঙ্গে নিয়ে এই বিপর্যয়ে সামাল দেন আজহার আলী। ৪২ রানের পার্টনারশিপ গড়ে বাবর ফেরেন ব্যক্তিগত ২৩ রানে। এরপর ২১ রানে ইউনুস খান আউট হওয়ার পর দ্রুতই ফিরে যান অধিনায়ক মিসবা উল হক। তবে এক প্রান্ত আগলে রাখেন। আজহার আলী। তিনি অপরাজিত ৬৬ রানে আর আসাদ শফিখ ৪ রানে। এরপর বৃষ্ট্রি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। পরে আম্পায়রার প্রথম দিনের খেলা শেষ করেন। জ্যাকসন বার্ড নেন ২ উইকেট।

বৃষ্ট্রির কারনে খেলা হয়েছে মাত্র ৫০ ওভার ৫ বল।