বৃষ্টি আইনে প্রথম জয় পেল পাকিস্তান

বৃষ্টি আইনে প্রথম জয় পেল পাকিস্তান

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের প্রথম জয় পেল পাকিস্তান। এজবাস্টনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে হারায় তারা। বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

উদ্বোধনী জুটিতে হাশিম আমলা এবং ডি কক ভালো সূচণা করলেও তাদের বিদায়ের ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। তবে ডেভিড মিলারের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৮ উইকেটে ২১৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। মিলার অপরাজিত থাকেন ৭৫ রানে।

পাকিস্তানের হাসান আলী নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে অভিষিক্ত ওপেনার ফাকহার জামান এবং আজহার আলীর ব্যাটে ভর করে ভালো সূচনা করে পাকিস্তান। তবে এ দুজনের বিদায়ের পর কিছুটা ধীরগতিতে চলে রানের চাকা।

২৭ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ যখন ৩ উইকেটে ১১৯ তখন হানা দেয় বৃষ্টি। এরপর আর একটি বলও মাঠে না গড়ানোয় ডাকওয়ার্থ লুইস পদ্ধতি অনুসারে পাকিস্তানকে ১৯ রানে জয়ী ঘোষণা করা হয়।এ জয়ের ফলে শেষ চারে খেলার স্বপ্ন এখনো টিকে রইল পাকিস্তানের।