বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-উইন্ডিজ টি-টোয়ন্টি

বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-উইন্ডিজ টি-টোয়ন্টি

শেয়ার করুন

ভারত-উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক:

ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে বৃষ্টির বাধায়।  তবে আর মাত্র তিন ওভার খেলা হলেই ফলাফল হত। কিন্তু মাঠ খেলার অনুপযোগী থাকায় খেলা সম্ভব হয়নি। ফলে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

রোববার সম্প্রচার গোলযোগে ৪০ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ।  ফ্লোরিডার সেন্ট্রাল ব্রনওয়ার্ড রিজিওন্যাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতে ১৪৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৪৩ রান করা জনসন চার্লস চেষ্টা করেন রানের খাতাটা লম্বা করার। কিন্তু পারেননি। ১৯ রান করেন লেন্ডল সিমন্স।

অমিত মিশ্র, অশ্বিনদের সঠিক লাইন-লেংথের বলে খুব একটা সুবিধা নিতে পারেন নি ক্যারিবীয়রা। আগের ম্যাচে ১ ওভারে ৩২ রান দেওয়া স্টুয়ার্ট বিনির জায়গায় দলে ফিরে অমিত মিশ্র ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট।

দুটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি। জবাবে ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান করে ভারত। এরপর বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি।