বুধবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

বুধবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

শেয়ার করুন

Capture-5-1024x507
স্পোর্টস ডেস্ক :

আগামীকাল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

প্রীতি ম্যাচ হলেও এই ম্যাচটিকে আলাদা গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে খেলা দলের ফুটবলারদের আগেই পরখ করে নিয়েছেন কোচ জেমি ডে। এখন প্রীতি ম্যাচে সিনিয়র খেলোয়াড়দেরও পরখ করে দেখবেন এ ব্রিটিশ কোচ। তারপরই সাফের জন্য চূড়ান্ত দল বেছে নেয়া হবে। তাই নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নেয়ার লক্ষ্য বাংলাদেশের।

সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সঙ্গী নেপাল, ভুটান ও পাকিস্তান। আরেক গ্রুপে ভারতের সঙ্গী শ্রীলঙ্কা ও মালদ্বীপ। সাফের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার মিশন শ্রীলঙ্কার সামনেও। এদিকে, প্রীতি ম্যাচকে ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে নীলফামারীতে। ইতোমধ্যে ম্যাচের ২১ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।