বিসিবি গঠনতন্ত্রের সংশোধনী অবৈধ বলে দেয়া রায়ের আপিল শুনানি ২৫ জুলাই

বিসিবি গঠনতন্ত্রের সংশোধনী অবৈধ বলে দেয়া রায়ের আপিল শুনানি ২৫ জুলাই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি এর গঠনতন্ত্রের সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিপক্ষে আপিলের শুনানি আগামী ২৫ জুলাই।

২০১২ সালের ২৯ নভেম্বর বিসিবির গঠনতন্ত্রে সংশোধণ করে জাতীয় ক্রীড়া পরিষদ। সংশোধিত গঠনতন্ত্রে তিন শ্রেণীতে ক্রিকেটারদের সরাসরি বিসিবির কাউন্সিলর হওয়ার বিধান রাখা হয়েছে।

সভাপতি মনোনীত সাবেক ক্রিকেটার থাকবেন পাঁচজন; এনএসসি মনোনীত ১০ জন ও কোয়াব মনোনীত একজন সাবেক ক্রিকেটার বিসিবির কাউন্সিলর হতে পারবেন।

গঠনতন্ত্রের এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল বাবু। এ রিটের প্রেক্ষিতে ২০১২ এর ১৩ ডিসেম্বর আদালত রুল জারি করে। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে সংশোধনী অবৈধ বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট।