বিশ্ব একাদশকে ৩৩ রানে হারিয়ে সিরিজ জিতে নিল পাকিস্তান

বিশ্ব একাদশকে ৩৩ রানে হারিয়ে সিরিজ জিতে নিল পাকিস্তান

শেয়ার করুন

268200.3স্পোর্টস ডেস্ক:

সিরিজ নির্ধারনী ম্যাচে বিশ্ব একাদশকে ৩৩ রানে হারিয়েছে পাকিস্তান। আর এর ফলে পাকিস্তানের ক্রিকেট ফেরাতে তিন ম্যাচ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ ২-১ এ জিতে নিল স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক পাকিস্তান তোলে ১৮৩ রান। তাদের পক্ষে  আহমেদ শেহজাদ করেন ৮৯ ও বাবর আজম করেন ৪৮ রান।

জবাব দিতে নেমে আগের ২ ম্যাচের মত আজও ব্যর্থ তামিম। আউট হন ১৪ রানে। পরে আমলা, কাটিং প্লিসিসরাও নাম লেখান সে খাতায়। শেষ পেরেরা ও মিলার ৩২ রান করে করলেও তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫০। এতে ২-১ এ সিরিজ জিতে নেয় পাকিস্তান।
ম্যান অব দ্যা ম্যাচ হন  আহমেদ শেহজাদ।