বার্সেলোনায় প্রশিক্ষনের সুযোগ বাংলাদেশি ফুটবলারদের

বার্সেলোনায় প্রশিক্ষনের সুযোগ বাংলাদেশি ফুটবলারদের

শেয়ার করুন

1506312135স্পোর্টস ডেস্ক :

বঙ্গবন্ধু গোল্ড কাপের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে চলছে প্রতিভা অন্বেষণ। চুড়ান্ত পর্ব খেলা শেষে বাছাই করা হবে সেরা ৪০ জন ফুটবলার। এদের মধ্য থেকে কয়েকজনকে ব্রাজিলে প্রশিক্ষনের সুযোগ দেয়া হবে। একই সুযোগ নিশ্চিত করতে আলোচনা চলছে বার্সেলোনার সঙ্গেও বলে জানিয়েছেন ক্রীড়াপ্রতিমন্ত্রী শ্রী বীরেন সিকদার।

বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ থেকে উঠে এসেছে বহু প্রতিভাবান মেয়ে ফুটবলার। যারা প্রতিনিধিত্ব করছে দেশের। তাদের জন্যই আজ নারী ফুটবলের জয়জয়কার। তবে একই সঙ্গে বঙ্গবন্ধু গোল্ড কাপের যাত্রা শুরু হলেও, তুলে আনা যায়নি প্রতিভাবান ছেলে ফুটবলার।

এবার তাই ক্রীড়ামন্ত্রণালয়ের পরিকল্পনা সুদুরপ্রসারী। আপাতত চলছে বিভাগীয় পর্যায়ের খেলা। এবার অংশ নিচ্ছে ১লাখ ২৫ হাজার কিশোর ফুটবলার। চুড়ান্ত পর্ব শেষে, এদের মধ্য থেকে মাত্র ৪০ জনকে বাছাই করা হবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষনের জন্য। এই  প্রশিক্ষণ কেবল দেশেই সীমাবদ্ধ থাকছেনা। বরং তাদের কয়েকজনকে পাঠানো হবে ব্রাজিলে।

এছাড়া স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার অধীনেও খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। তবে চুড়ান্ত সিদ্ধান্ত এখনো জানায়নি বার্সা। তবে আশাবাদী ক্রীড়ামন্ত্রী। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে  নিতে সাহায্য করবে ব্রাজিল। এজন্য দু দেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।