বার্সাকে উড়িয়ে শেষ আটের পথে পিএসজি

বার্সাকে উড়িয়ে শেষ আটের পথে পিএসজি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

নিজেদের ছায়া হয়ে রইলেন বার্সেলোনার ত্রিমূর্তি মেসি, নেইমার,সুয়ারেজ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে এবার পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হলো লুইস এনরিকের দলকে, তাও আবার পিএসজির কাছে ৪-০ গোলে হেরে। বার্সাকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো ফরাসী চ্যাম্পিয়নরা।

কাগজে কলমের শক্তিমত্তা কিংবা তারকা দ্যুতি। কেউ কারো থেকে কম নয়। দু’দলের সেরা একাদশেই রয়েছে ক্লাবের পক্ষে সর্বোচ্চ গোলদাতা তারকা স্ট্রাইকার। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাই পিএসজি ও বার্সেলোনার ম্যাচটি পেয়েছিল বাড়তি উন্মাদনা।

গত চার বছরে দুবার কাতালান ক্লাবটির কাছে হেরেই ইউরোপ সেরার মঞ্চ থেকে ছিটকে পড়া পিএসজি নিজেদের মাঠে শুরু থেকেই দাপট দেখায়। ৪র্থ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়ে গোল করতে ব্যর্থ হন কাভানি।

শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয়া এমিরের শিষ্যরা সাফল্য পায় ১৮ মিনিটে। দূর্দান্ত ফ্রি কিকে পিএসজিকে লিড এনে দেন অ্যাঙ্গল ডি মারিয়া। টানা আক্রমনে থাকা পিএসজির ৪০ মিনিটে গোল ব্যবধান দ্বিগুন করেন ডক্সলার।

দ্বিতীয়ার্ধের শুরুতেও একই চিত্র; পিএসজির আক্রমণ ঠেকাতে ব্যস্ত জেরার্দ পিকে-সামুয়েল উমতিতিরা। তবে বেশিক্ষন আটকে রাখতে পারে নি ফরাসী চ্যাম্পিয়নদের। ৫৫ মিনিটে দলের স্কোর লাইনকে ৩-০ করার পাশাপাশি নিজের জন্মদিনটাকেও রাঙিয়ে তোলেন ডি মারিয়া।

মেসি, নেইমারদের সুযোগ না দিয়ে উলটো ৭১ মিনিটে তাদের আরো ১টি গোল হজাম করান কাভানি। এতেই শেষ হয় পিএসজির গোল যাত্রা।

ফিরতী লেগে নিজেদের মাঠে ঘুরে দাড়ানোর শক্তি ও সমর্থ দুই আছে বার্সেলোনার।  ৪-০ গোলে ব্যবধান ঘোচানোটা কঠিন, তবে মেসিদের জন্য অসম্ভব নয়।