বার্মিংহাম ক্লাসিক ওপেনের শিরোপা জিতল চেক প্রজাতন্ত্রের পেত্রা

বার্মিংহাম ক্লাসিক ওপেনের শিরোপা জিতল চেক প্রজাতন্ত্রের পেত্রা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বার্মিংহাম ক্লাসিক ওপেনের শিরোপা জিতলেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। ফাইনালে তিনি ২-১ সেটে হারিয়েছেন অস্ট্রেলিয়ান অ্যাশলে বার্টিকে।  গত ডিসেম্বরে হাতের ইনজুরির কারণে বেশ কিছুদিন কোর্টের বাইরে ছিলেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা।

ঐ ইনজুরিই বলতে গেলে কেভিতোভার ক্যারিয়ারকে ধংসের মুখে নিয়ে যায়। সেসব পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চেষ্টা করা কেভিতোভা আবারো কোর্টে নামেন। আর টুর্নামেন্টে প্রতিপক্ষ হিসেবে সামনে পান অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টিকে।

এজবাস্টন প্রাইওরি ক্লাবের গ্রাস কোর্টে নেমে শুরুর সেটে ধাক্কাও খান কেভিতোভা। সেট হারেন ৬-৪ গেমে। তবে পরের সেটে ঘুরে দাঁড়ান ২৭ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়। ৬-৩ গেমে সেট জিতে, ম্যাচে ফেরেন। এরপর তৃতীয় ও মীমাংসাসূচক সেটে বার্টিকে কোন পাত্তা না দিয়ে সেট জেতেন ৬-২ গেমে। জেতেন শিরোপা।

দু:সময় কাটিয়ে আবারো ফর্মে ফেরাটা সত্যি কঠিন ছিলো। এই শিরোপা জয় তাই আমার কাছে স্বর্প্ন পূরনের মতো মনে হচ্ছে। এটা আমার জীবনে বিশেষ হয়ে থাকবে।