বার্বাডোজ টেস্টে ১৪০ রানে পিছিয়ে পাকিস্তান

বার্বাডোজ টেস্টে ১৪০ রানে পিছিয়ে পাকিস্তান

শেয়ার করুন

262419স্পোর্টস ডেস্ক :

বার্বাডোজ টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৪০ রানে পিছিয়ে পাকিস্তান। দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৭২ রান।

আগের দিনের ৬ উইকেটে ২৮৬ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আর মাত্র ২৬ রান করে ৩১২ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। সর্বোচ্চ ১৩১ রান করেন চেজ। এছাড়া অধিনায়ক জেসন হোল্ডার ৫৮ ও পাওয়েলের ব্যাট থেকে আসে ৩৮ রান। পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ৪ ও মোহাম্মদ আমির নেন ৩ উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন পাকিস্তানের দুই ওপেনিং ব্যাটসম্যান আজহার আলী ও আহমেদ শহজাদ। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১৫৫ রান। প্রথম ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ৭০ রানে আউট হয় শেহজাদ। এরপর বাবর আজম ও ইউনিস খান শুন্য রানে ফিরে গেলে কিছুটা চাপে পরে পাকিস্তান। দিন শেষে আজহার আলী ৮১ ও মিসবাহ উল হক ৭ রানে অপরাজিত আছেন।