বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়া দলে দুই পরিবর্তন

বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়া দলে দুই পরিবর্তন

শেয়ার করুন

1450591195স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডে মিচেল স্টার্কের জায়গায় দলে ডাক পেয়েছেন  লেগ স্পিনার মিচেল সোয়েপসন। এদিকে, জেমস প্যাটিনসনের পরিবর্তে দলে নেয়া হয়েছে ফাস্ট বোলার জ্যাকসন বার্ডকে।

জুনেই বাংলাদেশ সফরের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তখনই বলা হয়েছিল চোটে পড়া ফাস্ট বোলার মিচেল স্টার্কের বদলি হিসেবে আরেকজন খেলোয়াড়কে দলে নেয়া হবে।এবার তার জায়গায় দলের সঙ্গে অন্তর্ভুক্ত হলেন কুইন্সল্যান্ডের লেগ স্পিনার মিচেল সোয়েপসন।

এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার সর্বশেষ সিরিজে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট দলের  স্কোয়াডে ছিলেন এই ২৩ বছর বয়সি স্পিনার। অবশ্য কোন ম্যাচ খেলার সুযোগ  হয়নি তার। মূলত বাংলাদেশের কন্ডিশনের কথা বিবেচনা করে স্পিনার নাথান লায়ন ও অ্যাশটন অ্যাগারের সমগে স্কোয়াডে আরো ১জন স্পিনার দলে নিয়েছে নির্বাচকরা। অন্যদিকে ইনজুরির কারনে পেসার পিটারসনের নাম প্রত্যাহার করে তার বদলি হিসেবে বার্ডকে স্কোয়াডে রেখেছে অস্ট্রেলিয়া।আসন্ন অ্যাসেজকে মাথায় রেখে  পিটারসনকে বিশ্রামে রেখেছেন বোর্ড।