বাংলাদেশ ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরামর্শক গ্যারি কারষ্টেন

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরামর্শক গ্যারি কারষ্টেন

শেয়ার করুন

Coachস্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরামর্শকের দায়িত্ব নিতে গতকাল ঢাকায় এসেছেন গ্যারি কারষ্টেন। জানা গেছে বিসিবি’র সঙ্গে এরই মধ্যে চুক্তিও সেরে ফেলেছেন এই সাবেক প্রোটিয়া তারকা।

টিম বাংলাদেশের ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার এবং ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেন। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে আলাদা আলাদাভাবে মাশরাফী, তামিম ও মুশফিকের সঙ্গে কথা বলেছেন তিনি।

জানা গেছে জাতীয় দলের বর্তমান অবস্থা এবং নতুন কোচ নিয়োগের ব্যাপারে আলোচনা হয়েছে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে। এছাড়াও, জাতীয় দলের নির্বাচক, কোচ ও কোচিং স্টাফদের সঙ্গে আলোচনার কথা রয়েছে কারষ্টেনের।

জাতীয় দলের হেড কোচ ও ব্যাটিং কোচ নিয়োগ নিয়ে বোর্ড প্রধান নাজমুল হাসান এবং বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। নিজের পছন্দের কয়েকজন কোচের তালিকাও বোর্ডকে দিয়েছেন কারস্টেন।