বাংলাদেশের এমন হার

বাংলাদেশের এমন হার

শেয়ার করুন

257813.3এটিএন টাইমস ডেস্ক :

রেকর্ডে খচিত প্রথম ইনিংসের বিপরীতে দ্বিতীয় ইনিংসের বিপর্যয় বাংলাদেশের পরাজয়কে তরান্বিত করেছে। ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হার মানলো বাংলাদেশ। প্রথম ইনিংসে ৫৯৫ রান করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬০ রানে গুটিয়ে যায। ফলে কিউইদের সামেন টার্গেট দাড়ায় ২১৭ রানের।

জবাবে দলীয় ৩৯ রানে আউট হন টম লাথাম ও জিত রাভাল। প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও, দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নেন মিরাজ। তবে কেন উইলিয়ামসের ৯০ বলে ১০৪ রানে অনবদ্য ইনিংসে সহজেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এছাড়া রস টেলর করেন ৬০ রান।

এর আগে চতুর্থ দিনের ৩ উইকেটে ৬৬ রান নিয়ে দিনের শুরুতে শুন্য রানেই ফেরেন সাকিব আল হাসান। দলীয় ৯৬ রানে মুমিনুল আউট হলে ব্যাকফুটে পড়ে বাংলাদেশ। মুমিনুল করেন ২৩ রান। ৪২ দশমিক ৫ ওভারে টিম সাউদির বলে মাথার পেছনে আঘাত পেয়ে মাঠ ছাড়েন মুশপিক। ১৩ রান করা মুশফিক আর মাঠে নামেন নি।

লাঞ্চের পর আউট হন দু’বার জীবন ফিরে পাওয়া সাব্বির রহমান। যদিও এর আগেই তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। ফলে কিউইদের সামনে টার্গেট দাড়ায় ২১৭ রানের। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয়বারের মতো ব্যাট করতে নেমে ৩৬ রানে অপরাজিত থাকেন ইমরুল কায়েস। টিম বোল্ট নেন ৩ উইকেট।