বাংলাদেশকে উড়িয়ে দিল উইন্ডিজ

বাংলাদেশকে উড়িয়ে দিল উইন্ডিজ

শেয়ার করুন

West Indies cricketer Rovman Powell (3L) celebrates with his teammates after the dismissal of  Bangladeshi cricketer Mushfiqur Rahim (2nd L) during the first Twenty20 (T20) cricket match between Bangladesh and West Indies at the Sylhet International Cricket Stadium in Sylhet on December 17, 2018. (Photo by MUNIR UZ ZAMAN / AFP)

স্পোর্টস ডেস্ক :

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে ব্যাট করতে নেমে ক্যারিবীয় পেসারদের সামনে দাড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ব্যাক্তিগত ৫ রানে তামিমের আউটের পর শুরু হয় টাইগারদের ব্যাটসম্যানদের আসা যাওয়া। ওপেনার লিটন , সৌম্য ও মুশফিক কেউই ছুঁতে পারেনি দুই অঙ্কের ঘর।

এক প্রান্ত আগলে রাখা সাকিবকে যোগ্য সঙ্গ দিতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুলও। ১২ রান রিয়াদ আর  আরিফুল আউট হন ১৭ রানে। তবে এরই মাঝে এই ফরম্যাটে নিজের অষ্টম অর্ধশতক তুলে নেন সাকিব। তার ৬১ রানের সুবাদেই ১২৯ রানের পুঁজি পায় বাংলাদেশ।

ছোট স্কোর তাড়া করতে নেমে, শুরু থেকেই বিদ্ধংসী হয়ে উঠে ওপেনার শাই হোপ ও  এভিন লুইস।  চতুর্থ ওভারে  ১৮ রানে থাকা লুইসকে আউট করে  দুজনের ৫১ রানের জুটি ভাঙ্গেন সাইফউদ্দিন। কিন্তু ঝড় ইনিংস খেলে বিশ্বে তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে দ্রুততম অর্ধশতক তুলে নেন হোপ। ৫৫ রানে মাহমুদউল্লাহর বলে আউট হওয়ার আগে দলকে জয়ের কাছে পৌচ্ছে দেন হোপ। বাকি কাজটুকু করেন পোরান ও পোল। ৯ ওভার ৫ বল হাতে রেখেই জয় তুলে নেন ক্যারিবীয়রা।