বাঁচা মরার লড়াইযে কোষ্টারিকার মুখোমুখি হবে ব্রাজিল

বাঁচা মরার লড়াইযে কোষ্টারিকার মুখোমুখি হবে ব্রাজিল

শেয়ার করুন

maxresdefaultস্পোর্টস ডেস্ক :

গ্রুপ ই-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার ব্রাজিল মুখোমুখি হবে কোষ্টারিকার। সেইন্ট পিটার্সবার্গে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। প্রথম ম্যাচে ড্র আর নেইমারের ইনজুরি সবমিলিয়ে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা, রযেছে মহাচাপে।

হেক্সা মিশনের, শুরুতেই বড় ধাক্কা ব্রাজিলের। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র, সেলেসাও সমর্থকদের শুধু হতাশাতেই ডোবায়নি। নানা সমীকরণও চিন্তা করতে বাধ্য হচ্ছেন খোদ ব্রাজিল ভক্তরা।

ফুটবল ইতিহাস, ঐতিহ্য কিংবা সংস্কৃতি সবদিক দিয়েই কোষ্টারিকার চেয়ে যোজন যোজন এগিয়ে ব্রাজিল। তারপরও জয় নিয়ে অনেক ছকই কষতে হচ্ছে সেলেসাওদের। কারণ, একটাই প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ড্র।

নেইমারের ইনজুরিটাও, দ্বিধায় রাখছে সমর্থকদের। প্রথম ম্যাচে ড্রয়ের পর, দলের সঙ্গে অনুশীলন করেননি নেইমার। যে কারণে নেইমারের না খেলার গুঞ্জন আরো বাড়ে। তবে,  কোষ্টারিকা ম্যাচের আগে অনুশীলনে ছিলেন নেইমারের। তাই সমর্থকরা স্বস্তি পাশাপাশি আশায় বুক বাঁধছেন, নেইমারের একাদশে থাকা নিয়ে।

কোষ্টারিকার বিপক্ষে ৫বারের লড়াইয়ে শতভাগ জয়ের রেকর্ড ব্রাজিলের। ১৯৯০ ও ২০০২ বিশ্বকাপেও ব্রাজিলের জয় কোষ্টারিকার সঙ্গে। সবকিছু ব্রাজিলের পক্ষে থাকলেও, অজানা ভয় বারবারই সমর্থকদের মনে কুডাক দিচ্ছে।

এদিকে, কোষ্টারিকাও যে খুব ভালো অবস্থায় রয়েছে, তা নয়। নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ১-০তে হারে তারা। ব্রাজিলের বিপক্ষে হারলেই, শেষ ষোলো-তে ওঠা হবে না, কোষ্টারিকার। যদিও, সেই সম্ভাবনা কম। কারণ ব্রাজিলকে টক্কর আকাশকুসুম চিন্তাই হবে কোষ্টারিকানদের জন্য।