বসুন্ধরা গলফ ওপেনের রানারআপ সিদ্দিকুর

বসুন্ধরা গলফ ওপেনের রানারআপ সিদ্দিকুর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বসুন্ধরা গলফ ওপেনের দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের সিদ্দিকুর রহমান। আর প্রথম বারের মত শিরোপা জিতেছেন থাইল্যান্ডের জ্যাজ জেন ওয়াটানান্দ।তৃতীয় হযেছেন কানাডিয়াম কেমাক।

কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এবারের আসরে চতুর্থ রাউন্ড শেষে দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। পারের চেয়ে ১৩ শট কম খেলে প্রথমবারের মতো এই গৌরব লাভ করলেন এশিয়ান ট্যুরের দুইটি শিরোপা জয়ী গলফার।

রানারআপ হওয়ার দিনে সিদ্দিকুর বার্ডি পেয়েছেন মোট ৬টি। আর বগি পেয়েছেন মাত্র ১টি। এদিকে, ১৭ শট কম খেলে প্রথম স্থান অধিকার করেছেন থাইল্যান্ডের জানে জাতানান। এর তৃতীয় অধিকার করেছেন কানাডার কেমার। তৃতীয় দিন শেষে সিদ্দিকুর ৩য় স্থানে থাকলেও শেষ দিনে ভাল খেলেই রার্নারআপ হওয়ার গৌরব অর্জন করেন তিনি।