বরিশালের সান্ত্বনার জয়

বরিশালের সান্ত্বনার জয়

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বিপিএলে দিনের একমাত্র ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে বরিশাল বুলস। রাজশাহী কিংসকে ১৭ রানে হারিয়েছে তারা। আসর থেকে ছিটকে যাওয়া বরিশালের দেয়া ১৬২ রানের টার্গেটে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান করে রাজশাহী।

নিয়ম রক্ষার এ ম্যাচে শুরুতে উইকেট হারালেও ডেভিড মালান ও ফাজলে রাব্বির ব্যাটিংয়ে শতরানের জুটি গড়ে বরিশাল। এ জুটি মুশফিকদের বড় স্কোর গড়ার ভিত গড়ে দেয়।
৩০ বলে অর্ধশত তুলে নেন বরিশালের ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান। ৫৬ রানে আউট হন তিনি। একই ওভারে ফরহাদ রেজার বলে মিরাজের দূর্দান্ত ক্যাচে পরিনত হন রাব্বি। করেন ৪৩ রান।

দুই সেট ব্যাটসম্যানকে হারানো বরিশাল দেড়শ’ ছাড়ায় থিসারা ও শাহরিয়ার নাফিসের ব্যাটে। ২৯ রানে থিসারা ও ১৬ রান অপরাজিত ছিলেন শাহরিয়ার নাফিস।

বড় এ টার্গেটে ব্যাট করতে নেমে মুমিনুল ও সোহানের ব্যাটে শুরুটা ভালো করলেও বরিশালের বোলারদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারে নি রাজশাহীর ব্যাটসম্যানরা। মুমিনুল ১৬ ও সোহান ১২ রানে ফিরে গেলে ছন্দপতন ঘটে রংপুরের ব্যাটিংয়ে।

এ পর্যায়ে সামিট প্যাটেল একেই লড়ে যান বরিশালের বোলারদের বিপক্ষে ৫১ বলে ৬২ রানে আউট হন প্যাটেল। শেষ দিকে স্যামির ১১ ও ফ্রাঙ্কলিনের ১৮ কেবল পরাজয়ের ব্যবধানই কমায় রাজশাহীর। রায়েদ এমরিট নেন ৩ উইকেট ।

এ হারে সমীকরণটা অনেক জটিল হয়ে গেলো কিংসদের জন্য। নিজেদের পরবর্তি ম্যাচে জয় সহ রংপুর রাইডার্সের ম্যাচের দিকেও তাই তাকিয়ে থাকতে হচ্ছে স্যামি-সাব্বিরদের।