বরখাস্ত হলেন রিয়াল কোচ

বরখাস্ত হলেন রিয়াল কোচ

শেয়ার করুন

_104092767_julenlopeteguigettybodyস্পোর্টস ডেস্ক :

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। বরখাস্ত হলেন রিয়াল মাদ্রিদ কোচ হুলেন লোপেতেগুই। সোমবার রাতে তাকে বরখাস্তের ঘোষণা দেয় ক্লাব কর্তৃপক্ষ।

সম্প্রতি নু-ক্যাম্পে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয় রিয়াল মাদ্রিদ। এরপরই গণমাধ্যমে খবর প্রকাশিত হয় বরখাস্ত হতে পারেন লোপেতেহুই। শেষ পর্যন্ত সেটাই হলো। স্পেনের এই কোচকে ছাঁটাই করে মাদ্রিদের ক্লাবটি।

রাশিয়া বিশ্বকাপের আগে জিনেদিন জিদান কোচের পদ থেকে সরে দাঁড়ালে লোপেতেগুইকে নিয়োগ দেয় রিয়াল। কিন্তু এই স্বল্প সময়টা সুখকর ছিল না তার জন্য। স্প্যানিশ লিগে তার অধিনে ১০ ম্যাচের চারটিতে হেরেছে রিয়াল। এখন লিগে ১৪ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে। তাকে বরখাস্তের পেছনে এমন বাজে পারফরম্যান্সই মূলত দায়ি। এদিকে, রিয়াল কর্তৃপক্ষ জানিয়েছে- সান্তিয়াগো বার্নাবুতে অন্তঃবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ সান্তিয়াগো সোলারি।