বদলে গেলো ক্রিকেটের গুরুত্বপূর্ণ দুটি নিয়ম

বদলে গেলো ক্রিকেটের গুরুত্বপূর্ণ দুটি নিয়ম

শেয়ার করুন

ICC
স্পোর্টস ডেস্ক :

বদলে গেলো ক্রিকেটের গুরুত্বপূর্ণ দুটি নিয়ম। রোববার থেকে চালু হচ্ছে নিয়ম দুটি। বল টেম্পারিং ও বৃষ্টি আইন, অর্থাৎ ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে আনা হয়েছে এই বদল। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের শাস্তিও বাড়ানো হয়েছে।

এখন থেকে ক্রিটেক মাঠে যদি কোনো খেলোয়াড় বলের আকার পরিবর্তনের চেষ্টা করেন, তাহলে সেটা আইসিসি’র লেভেল থ্রি অপরাধ বলে বিবেচিত হবে। যা আগে ছিল লেভেল টুতে। ৮ বাড়িয়ে নতুন নিয়মে বল বিকৃত্তির শাস্তি হিসেবে ১২ ডিমেরেট পয়েন্ট যোগ হবে। অর্থাৎ শাস্তি হিসেবে অভিযুক্ত ক্রিকেটারকে ৬ টেস্ট বা ১২টি ওয়ানডে ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে।

আর ডার্কওয়ার্থ-লুইস মেথডের নতুন নিয়মে ইনিংসের শেষ দিকে যে দল বেশি রান করবে তারা একটু বেশি সুবিধা পাবে। যেমন ওয়ানডে’র ক্ষেত্রে ইনিংসের শেষ ২০ ওভারের রান রেটে বেশি গুরুত্ব দেয়া হবে। আগে ডিএল মেথডে বল-বাই-বল বিশ্লেষণ করা হতো। আর নতুন নিয়মে লেভেল ৩ অপরাধের জন্য ৮ থেকে সাসপেনসন্স পয়েন্ট বেড়ে হয় ১২ হয়েছে। অর্থাৎ ৬টি টেস্ট এবং ১২টি ওয়ানডে ম্যাচে নিধিদ্ধ করা হবে।