ফেলেপসের ২৩ বছর আগের রেকর্ড ভেঙ্গে দিল ১০ বছরের ক্লার্ক

ফেলেপসের ২৩ বছর আগের রেকর্ড ভেঙ্গে দিল ১০ বছরের ক্লার্ক

শেয়ার করুন

180731111419-01-clark-kent-beats-michael-phelps-exlarge-169
স্পোর্টস ডেস্ক :

কিংবদন্তী অ্যাথলেট ও সাঁতারু মাইকেল ফেলেপসের ২৩ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে ১০ বছর বয়সী ক্লার্ক কেন্ট।

ক্যালিফোর্নিয়ায়, ফার ওয়েস্টার্ন সুইমিং চ্যাম্পিয়নশিপে মাইকেল ফেলেপসকে পেছনে ফেলেছেন ফিলিপাইনের এই ক্ষুদে সাঁতারু। ৭টি ইভেন্টের সবকটিতেই সেরা হয়েছেন ক্লার্ক কেন্ট।

একই চ্যাম্পিয়নশিপে ১৯৯৫ সালে ১০ বছর বয়সে ১শ মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড গড়েছিলেন ফেলেপস। ২৩ বছর পর, মাত্র ১ সেকেন্ড কম সময় নিয়ে সেই রেকর্ড ভেঙেছেন কেন্ট। তার টাইমিং ১মিনিট ৯ দশমিক তিন আট সেকেন্ড। আর ফেলপসের রেকর্ডটি ছিলো ১ মিনিট ১০ দশমিক চার আট সেকেন্ড। কেন্টের এই রেকর্ডে টুইট করে অভিনন্দন জানিয়েছেন মাইকেল ফেলপস।

এদিকে, কেন্ট তার বন্ধুদের কাছে পরিচিত সুপারম্যান হিসেবে। আর কেন্টের সুপারম্যান ফেলপস।