ফিলিস্তিনের সামনে বাংলাদেশ

ফিলিস্তিনের সামনে বাংলাদেশ

শেয়ার করুন

210022goldcup_kalerkantho_picস্পোর্টস ডেস্ক :

আমি পুরোপুরি সুস্থ, জয়ের জন্যই এখন পরিকল্পনা সাজাচ্ছি, বললেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে। ছোট ছোট ভুল না করলে জয় সম্ভব মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। আজ বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ, কক্সবাজারে দুপুর আড়াইটায়।

আঁধার কেটে, স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। দলে যোগ দিয়েছেন কোচ জেমি ডে। জানালেন নিজের সুস্থতার কথা।

প্রতিপক্ষ ফিলিস্তিন, সবদিক থেকে এগিয়ে বাংলাদেশের চেয়ে। তবে নিজেদের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট কোচ  প্রতিপক্ষকে হারানোর সবধরণের পরিকল্পনাই আটছেন ।

গতবারের দূ:খ এখনও কাঁদায় জামাল ভুঁইয়াদের। তবে এবার আর নয়। শুরু থেকেই গোছানো ফুটবল খেলতে চায় তারা। ইনজুরির কারণে মামুনুল যদিও খেলছেন না। তবে  তা নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই বলে মন্তব্য অধিনায়কের।

এখনো পর্যন্ত তিন বার বাংলাদেশের মুখোমুখি হয়েছে ফিলিস্তিন। এরমধ্যে ১টি ড্র এবং দুটি জিতেছে তারা। এবারও একই লক্ষ্য, জয় নিয়ে ফাইনাল নিশ্চিত
ফিলিস্তিনের কোচ ওয়ালদালি নুরেউদ্দিন বলেন, ‘আমরা ফেভারিট, তবে বাংলাদেশকে দুর্বল ভাবছি না। ওদের দুর্বলতা আমরা জানি, মাঠে সেভাবেই খেলবো যেন জয় নিয়ে মাঠ ছাড়তে পারি।’