ফাইনালে হারায় হতাশ মাশরাফি

ফাইনালে হারায় হতাশ মাশরাফি

শেয়ার করুন

42819695_2266886453339774_940840383217139712_nস্পোর্টস ডেস্ক :

এশিয়া কাপের ফাইনালে পরাজিত হওয়া হতাশার জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোত্তর্জা। আর ট্রফি জিততে না পারলেও জুনিয়রদের পারফরমেন্স দেখে মুদ্ধ কোচ স্টিভ রোডস।

এশিয়া কাপ শেষ, দেশে ফিরেছে বাংলাদেশ। টানা দুইবার ফাইনালে খেলেও ছোঁয়া হয়নি স্বপ্নের শিরোপা। হারের হতাশায় এখনো তাদের চোখে মুখে। সঙ্গে টানা ম্যাচ খেলা ক্লান্তি।

নানা প্রতিকূলতা উপেক্ষা করে ফাইনালে ওঠা দলটিকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মাশরাফী।

দল হারলেও জুনিয়রদের পারফরমেন্সে প্রশান্তি খুজছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। থেমে থাকতে চান না এখানে, ভাবতে চান আগামী নিয়ে।

এদিকে, ফাইনালে দল হারলেও সাকিব, তামিমকে ছাড়া খেলোয়াড়দের পারফরমেন্স দেখে মুদ্ধ কোচ স্টিভ রোডস। বলেন, ‘আমরা শিরোপা জিতে পারিনি ঠিকই। তবে, আমাদের ছেলেদের পারফরমেন্স দেখে আমি আনন্দিত। তারা ভাল খেলেছে। বিশেষ করে লিটনের কথা বলবো। ফাইনালে তার ব্যাটিং শৈলি ছিল অসাধারণ’।

আপাতত ক্রিকেটারদের সপ্তাহ খানেকের ছুটি। আগামী ১৫ অক্টোবর পুর্ণাঙ্গ সিরিজ খেলতে  দেশে আসবে জিম্বাবুয়ে। তা আগেই ব্যাট বলে ব্যস্ত হয়ে উঠবে টাইগাররা।