পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

শেয়ার করুন

280581
স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত কতরেছে ভারত। পাকিস্তানের দেয়া ২৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে ১০ ওভার ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত। টিম ইন্ডিয়ার দুই  ওপেনারই হাকিয়েছেন সেঞ্চুরি।

মাঝারি লক্ষ্য, প্রতিপক্ষ চিরশত্রু পাকিস্তান। পাক-ভারত লড়াই  হবে শক্ত, টার্গেটটা সে যেমনই হোক।

অথচ ভারতীয় ব্যাটসম্যানদের সামনে পাত্তাই পেল না পাকিস্তানের বোলাররা। আমির-হাসান আলীদের মত ভয় ধরানো পেসারদের যেন এদিন অতি সাধারণ।

পাক পেসারদের পেস, সুইং, লাইন সবই যেন এদিন মুখ থুবড়ে পড়েছে।  ধাওয়ান-রোহিতরে সামনে ওদের সব চেষ্টাই বিফলে গেছে।

উদ্বোধণী জুটিতে এসেছে ২১০ রান। শতক হাকিয়েছেন দুই ওপেনারই। ১শ বলে ১১৪ করে বিদায় নিয়েছেন শিখর ধাওয়ান যদিও এতে পাকিস্তানি বোলারদের কোন কৃতিত্ব নেই। তিনি হয়েছেন রান আউট। আর রোহিত অপরাজিত ১১১তে।

এর আগে দুবাইয়ের টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ১৬ ওভারের মধ্যেই ৫৮ রানে  ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে মিকি আর্থারের শিষ্যরা। এরপর অধিনায়ক সরফরাজ ও অভিজ্ঞ শোয়েব মালিক ইনিংস এগিয়ে নেয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন। এই জুটিতে আসে ১০৭ রান।  ৩৯তম ওভারে কুলদীপ যাদবের বলে আউট হন ১৪৪ রান করা সরফরাজ। শোয়েব ফেরেন ৭৮ রান করে বুমরাহর বলে কট বিহাইন্ড হয়ে। এরপর বাকিরা সেভাবে রানের চাকা এগিয়ে নিতে না পারলে ২৩৭ রান ওঠে নির্ধারিত ৫০ ওভারে।