প্রীতি ম্যাচে পর্তুগাল, ইংল্যান্ড ও উরুগুরের জয়

প্রীতি ম্যাচে পর্তুগাল, ইংল্যান্ড ও উরুগুরের জয়

শেয়ার করুন

hi-res-12646ae4aab00040450febdb562e6748_crop_northস্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল, ইংল্যান্ড ও উরুগুরে। পর্তুগাল ৩-০ গোলে আলজেরিয়ারকে, ইংল্যান্ড ২-০ তে কোষ্টারিকাকে এবং উরুগুয়ে ৩-০ স্কোরে উজবেকিস্তানকে হারিয়েছে।

ম্যাচের ১৭ মিনিটে গঞ্চালো গুইদেসের গোলে লিড পায় পর্তুগাল। প্রথমার্ধেরই আবারে ব্যবধান বাড়ে। ব্রুনো ফার্নান্দেস ৩৭ মিনিটে স্কোরশিটে নাম লেখান। আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধেও আধিপত্য দেখায় পর্তুগাল। ৫৫ মিনিটে গুইদেস নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন। প্রতিআক্রমনে ব্যবধান কমানোর চেস্টা করেও সফল হয়নি আলজেরিয়া।

এদিকে, ইংল্যান্ড-কোষ্টারিকে ম্যাচে একক প্রভাব ছিলো ইংলিশদের। মার্কাস রাশফোর্ডের সৌজন্যে ১৩ মিনিট লিড আসে ইংল্যান্ডের। ঐ স্কোরেই প্রথমার্ধ শেষ করে তারা। ইংল্যান্ডের ব্যবধান বাড়ে ৭৬ মিনিটে। গোল করেন ড্যানি ওয়েলব্যাক।

প্রীতি ম্যাচের অন্য আয়োজনে আইসল্যান্ড ২-২ এ ড্র করেছে ঘানার সঙ্গে আর  দক্ষিণ কোরিয়া ও বলিভিয়ার ম্যাচও গোলশূন্য ড্র হয়েছে।