প্রথম দল হিসেবে সহস্রতম টেস্ট খেলতে যাচ্ছে ইংল্যান্ড

প্রথম দল হিসেবে সহস্রতম টেস্ট খেলতে যাচ্ছে ইংল্যান্ড

শেয়ার করুন

1895
স্পোর্টস ডেস্ক :

ঐতিহাসিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ইংল্যাল্ড। টেস্টে ক্রিকেটে প্রথম দল হিসেবে ইংল্যান্ড খেলতে যাচ্ছে সহস্রতম টেস্ট।

ভারতের বিপক্ষে পহেলা আগষ্ট এজবাষ্টন টেস্টে দিয়ে, সেই মাইলফলক স্পষ্ট করবে ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ১৮৭৭ সালের মার্চে অষ্টেলিয়ার বিপক্ষে ইংলিশরা তাদের অভিষেক টেস্টে খেলেছিল। এখন পর্যন্ত ৯৯৯ টেস্টে ৩৫৭টি ম্যাচ জিতেছে ইংলিশরা। পরাজয় ২৯৭ ম্যাচে। আর ড্র ৩৪৫ টেস্টে। এজবাষ্টনে ইংল্যান্ড এখন পর্যন্ত ৫০টি টেস্টে খেলেছে। ১৯০২ সালে এই ভেন্যুতে প্রথম তাদের প্রতিপক্ষ ছিলো অষ্ট্রেলিয়া।

এদিকে, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে এই মাইলফলকের জন্য এরইমধ্যে আইসিসি অভিনন্দ জানিয়েছে। ম্যাচ শুরুর আগে, আইসিসি’র পক্ষ থেকে ইসিবিকে সম্মাননা স্বারক দেবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রোফারি জেফ ক্রো।