প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে টানা ‍দুই স্বর্ণ মারের

প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে টানা ‍দুই স্বর্ণ মারের

শেয়ার করুন

MTZSPDEC8FXJ572I_768x432

স্পোর্টস ডেস্ক :

রিও অলিম্পিকে টেনিসের পুরুষ এককে স্বর্ণ জিতেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। সোমবার ফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে টেনিসের এককে স্বর্ণ অক্ষুন্ন রাখেন মারে।

প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিকে টানা দুই আসরে স্বর্ণ ধরে রাখার মিশনে ফাইনালে দেল পোত্রোর মুখোমুখি হন মারে। প্রথম সেটেই দাপট দেখান অ্যান্ডি। সেট জিতেন ৭-৫ গেমে।

তবে দ্বিতীয় সেট ৬-৪ গেমে জিতে ম্যাচে ফিরে আসেন দেল পোত্রো। কিন্তু পরের দুই সেট ৬-২ ও ৭-৫ গেমে জিতে স্বর্ণ নিশ্চিত করেন মারে। পাশাপাশি ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই অলিম্পিকে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখালেন এই ব্রিটিশ তারকা।