প্রথমবারের মত ওয়ানডে দল থেকে বাদ ম্যাক্সওয়েল

প্রথমবারের মত ওয়ানডে দল থেকে বাদ ম্যাক্সওয়েল

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। রোববার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

২০১২ সালে ওয়ানডেতে অভিষেকের পর প্রায় সব ম্যাচেই ছিলেন তিনি। প্রথমবারের মতো বাজে পারফর্মে দল থেকে বাদ পড়লেন ৬৭টি ওয়ানডে খেলা এই মারমুখী ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ ৭ ইনিংসে রান করেছেন মাত্র ৫৯।

এছাড়া বাদ পড়েছেন স্কট বোল্যান্ড এবং ট্রাভিস হেড। আর দলে ঢুকেছেন মইসেস হেনরিকস এবং শন মার্শ। ১৫ সদস্যের দলের নেতৃত্বে থাকছেন যথারীতি স্টিভেন স্মিথ।

শ্রীলঙ্কার বিপক্ষে ২১ আগস্ট প্রথম ওয়ানডেতে নামবে অস্ট্রেলিয়া। এরপর ২৪, ২৮, ৩১ আগস্ট পরের তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। আর চার সেপ্টেম্বর নিজেদের শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে স্মিথের দল।