প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ের আটে বাংলাদেশ

প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ের আটে বাংলাদেশ

শেয়ার করুন

image-15067-1484124157স্পোর্টস ডেস্ক :

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১ ধাপ ওপরে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ৮ নম্বর জায়গা পেয়েছে সাকিব-আল-হাসানের দল।

বাংলাদেশের আটে ওঠায় একধাপ নিচে নেমে এখন ৯-এ অবস্থান ওয়েস্ট ইন্ডিজের। গত এপ্রিলে টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৭১ রেটিং পয়েন্ট নিয়ে ৯-এ ছিল বাংলাদেশ। তাদের চেয়ে ১ রেটিং পয়েন্ট বেশি নিয়ে বাংলাদেশের ওপরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ২০১৮-এর মে মাসে আইসিসি’র সবশেষ প্রকাশিত র‌্যাংঙ্কিংয়ে ৭৫ পয়েন্ট বাংলাদেশের। অন্যদিকে ৫ রেটিং পয়েন্ট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বর্তমান পয়েন্ট ৬৭।

গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ পরাজয়ের পর আর কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ।

এদিকে, ২০১৫ থেকে ১৮ পর্যন্ত দলের পারফরমেন্স ৫০ শতাংশ বিবেচনা করে র‌্যাংকিংয়ে প্রকাশ করেছে আইসিসি।  এই ৩ বছরে ১৮ টেস্ট খেলে ৩টিতে জিতেছে বাংলাদেশ। হেরেছে ১০ ম্যাচে। আর ৫ ড্র টিতে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ এই সময়ে ২৮ টেস্ট খেলেছে। ১৮ হারের বিপরীতে মাত্র ৫ ম্যাচ জিতেছে।