পানামাকে উড়িয়ে দিল ইংল্যান্ড

পানামাকে উড়িয়ে দিল ইংল্যান্ড

শেয়ার করুন

6846স্পোর্টস ডেস্ক :

হ্যারি কেনের হ্যাটট্টিকে পানামাকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে ইংল্যান্ড। দুই ম্যাচে পাঁচ গোল করে এখন সবার ওপরে ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। আর টুর্নামেন্টে এখন পর্যন্ত কোন দলের সর্বোচ্চ স্কোরও হয়েছে এ ম্যাচেই।

শুরু থেকেই পানামার ওপর চড়াও হয় ইংল্যান্ড। ৮ মিনিটেই গোল পায় ইংলিশরা। বক্সের মাঝামাঝি দাঁড়িয়ে দারুণ হেডে বল জালে জড়ান জন স্টোনস। ১৯ মিনিটে হেসে লিনগার্ডকে ডি-বক্সের মধ্যে ফেলে দেন পানামার দুই ডিফেন্ডার। পেনাল্টি পেয়ে গোল করেন হ্যারি কেন।

৩৬ মিনিটে রহিম স্টার্লিংয়ের সঙ্গে দারুণ বোঝাপড়ায়, ব্যবধান ৩-০ করেন লিংগার্ড। ৪০ মিনিটে আরও এগিয়ে যায় থ্রি-লায়ন্সরা। এবার নিজের দ্বিতীয় গোল করেন জন স্টোনস। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে আবারো গোল করেন কেন। ৬২ মিনিটে টুর্নামেন্টের দ্বিতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করেন ইংলিশ অধিনায়ক। ৭৮ মিনিটে ফিলিপ বালয়ের গোল শুধু পানামার হারের ব্যবধান কমিয়েছে।