পরিত্যক্ত অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ

পরিত্যক্ত অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির কারণে পরিত্যক্ত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যেকার ম্যাচটি। টাইগারদের দেয়া ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিধার্রিত ১৬ ওভারে ৮৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। পরে বৃষ্টি শুরু হলে খেলা আর মাঠে গাড়াইনি।

ওভালে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে ফিরে যান সৌম্য। এরপর দলকে ৩৭ রানে রেখে বিদায় নেন এই টুনার্মেন্টে নিজের ছায়া হয়ে থাকা ইমরুল। মুশফিকও খুব একটা সুবিধা করতে পারে নি আম্পারের ভুল সিধান্তের শিকার হয়ে ফেরেন ব্যাক্তিগত ৯ রানে।চতুর্থ উইকেট জুটিতে সাকিবকে সাথে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন তামিম। সাকিব সেট হয়ে ফেরেন ২৯ রানে।

তবে, তামিম ৯৫ রানে ফিরে গেলে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৮২ রান। মিশেল স্টার্ক ৪টি ও স্পিনার অ্যাডাম জাম্পা নিয়েছেন ২টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ফিঞ্চকে সাথে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন ওয়ার্নার।

ফিঞ্চ ১৯ রানে রুবেলের শিকার হন। পরে ১৬তম ওভারে শুরু হওয়া বৃষ্টি না থামায় ম্যাচ রেফারি ক্রিস ব্রড পরিত্যক্তের ঘোষণা দেন। ফলে দুই দলই ভাগাভাগি করেছে ১ পয়েন্ট করে।