নিরাপত্তায় নয়, খেলায় মনযোগ দিতে চাই: বাটলার

নিরাপত্তায় নয়, খেলায় মনযোগ দিতে চাই: বাটলার

শেয়ার করুন

jos-butler_facebook_mএটিএন টাইমস ডেস্ক: 

নিরাপত্তার কথা না ভেবে মাঠের খেলায় মনোযোগ দিতে চান বলে জানান ইংল্যান্ড দলের ওয়ানডে অধিনায়ক জস বাটলার। আর বাংলাদেশের বিপক্ষে সিরিজটা প্রতিদন্ধীপূর্ণ হবে বলেও মত তার ।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে হঠাৎই মাঠে ঢুকে পড়েন মাশরাফির এক পাগল ভক্ত । এই ঘটনায় আবারো প্রশ্ন দেখা দিলো মিরপুর স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

কেননা নিরাপত্তা ব্যবস্থার নানা বেড়াজাল ডিঙ্গিয়ে অবশেষে ইংলিশদের বাংলাদেশে আগমন। তাই ইংল্যান্ড সিরিজ শুরুর আগে এমন অনাকাঙ্খিত ঘটনায় শংকা জাগাটাই স্বাভাবিক।

কিন্তু ঠিক একদিন পরই যখন ইংল্যান্ড দল মিরপুর স্টেডিয়ামে পা রাখলো, নিরাপত্তার চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। নিরাপত্তা কর্মীদের কড়াকড়ি বেড়ে যায় বহুগুনে।

শনিবার ঢাকায় আসলেও, সোমবার থেকে অনুশীলন শুরু করে ইংল্যান্ড দলের সদস্যরা। প্রথম দিনই ব্যাটিং-বোলিংয়ে ঘাম ঝড়ায় মইন আলী-বেন স্টকরা। পরে সংবাদ সম্মেলনে নিরাপত্তা নিযে সন্তুষ্টর কথায় জানান বাটলার ।

ঘরের মাটিতে টানা ৬টি ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস বেড়েছে মাশরাফি, সাকিবদের। তাই বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষই ভাবছে ইংল্যান্ড।

বহুল আলোচিত এই সিরিজে তিনটি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড।

৭ অক্টোবর মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হবে ১ম ওয়ানডে।