নিজেদের মাঠে পয়েন্ট হারালো মেসি বিহীন বার্সা

নিজেদের মাঠে পয়েন্ট হারালো মেসি বিহীন বার্সা

শেয়ার করুন

BARCELONA, SPAIN - NOVEMBER 19:  Rafinha of Barcelona reacts as he fails to score during the La Liga match between FC Barcelona and Malaga CF at Camp Nou stadium on November 19, 2016 in Barcelona, Spain.  (Photo by Manuel Queimadelos Alonso/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

স্প্যানিশ লিগে পয়েন্ট হারিয়েছে মেসি আর সুয়ারেজবিহীন বার্সেলোনা। শনিবার রাতে তারা গোলশূন্য ড্র করেছে মালাগার সঙ্গে।

নিজেদের মাঠ নু-ক্যাম্পে খেলার শুরু থেকেই দাপট দেখায় বার্সা। তাদের একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত থাকতে হয় মালাগা রক্ষণভাগকে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

বিরতির পরও আক্রমণের ধার অব্যাহত রাখে লুইস এনরিকের দল। কিন্তু এবারও ব্যর্থ পিকে-নেইমাররা। দুইবার গোল বাতিল হয়ে যায় অফ সাইডের কারণে। আর শেষ মুহূর্তে নিশ্চিত একটি পেনাল্টি দেননি রেফারি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

অসুস্থতার জন্য এই ম্যাচ খেলেননি মেসি। আর ৫ হলুদ কার্ড দেখায় এই ম্যাচ নিষিদ্ধ ছিলেন সুয়ারেজ। এই এই ফরোয়ার্ডের অনুপস্থিতিতে নেইমার চেষ্টা করলেও গোলের দেখা পাননি।

এই ড্রয়ে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা। সমান সংখ্যক খেলায় মালাগার সংগ্রহ ১৬ পয়েন্ট।