নিজেদের ফেভারিট মানতে নারাজ মাশরাফি

নিজেদের ফেভারিট মানতে নারাজ মাশরাফি

শেয়ার করুন

253113

নিজস্ব প্রতিবেদক :

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদেরকে ফেভারিট মানছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। মিরপুরে বৃষ্টির কারণে ইনডোরে অনুশীলন করা টাইগার কাপ্তান মনে করেন, মুস্তাফিজ না থাকলেও দলের অন্য খেলোয়াড়রা ভালো করবে। অন্যদিকে, জস বাটলার এগিয়ে রাখছেন বাংলাদেশকে। তবে, শুরুটা ভালো হলে সিরিজ ভালো করা সম্ভব বলেও মনে করেন ইংল্যান্ড অধিনায়ক। মিরপুরে প্রথম ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়।

গত দুই বছরে ঘরের মাঠে বাংলাদেশের টানা ছয়টি ওয়ানডে সিরিজ জয় তো আছেই। দুই দলের সর্বশেষ চার ওয়ানডের তিনটিই জিতেছে বাংলাদেশ। এর মধ্যে আছে পরপর দুই বিশ্বকাপে ইংলিশদের হারানোর উজ্জ্বল স্মৃতি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনেও তাই মাশরাফিদের ‘ফেভারিট’ মানতে দ্বিধাবোধ করেননি বাটলার।

বাটলার বলেন, ‘সম্ভবত বাংলাদেশই এগিয়ে। অবশ্যই নিজেদের কন্ডিশনে তারা অনেক ভালো দল। সাম্প্রতিক সময়ে ওয়ানডে সিরিজে সাম্প্রতিক সাফল্য তাদের এগিয়ে রাখবে। আমাদের তাই আন্ডারডগ বললেও কিছু মনে করব না।’

প্রতিপক্ষের অধিনায়কের এমন সনদ আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে বাংলাদেশকে। কিন্তু মাশরাফি সতর্ক। ফেভারিট বলে চাপটা নিজেদের ওপর নিতে চান না বাংলাদেশ অধিনায়ক।

আফগানিস্তানের বিপক্ষে কী হয়েছে কিংবা নিজেরা কী করেছেন সেগুলো নিয়ে একদমই ভাবছেন না মাশরাফি। নতুন সিরিজ, নতুন সম্ভাবনা-এইসব কিছুই এখন মাশরাফির ভাবনাতে।

 

আফগানিস্তানের বিপক্ষে কী হয়েছে কিংবা নিজেরা কী করেছেন সেগুলো নিয়ে একদমই ভাবছেন না মাশরাফি। নতুন সিরিজ, নতুন সম্ভাবনা-এইসব কিছুই এখন মাশরাফির ভাবনাতে।