নারী বিশ্বকাপ: আবারো হারলো বাংলাদেশ

নারী বিশ্বকাপ: আবারো হারলো বাংলাদেশ

শেয়ার করুন
GROS ISLET, SAINT LUCIA - NOVEMBER 14:  Jahanara Alam of Bangladesh celebrates bowling Yasoda Mendis of Sri Lanka during the ICC Women's World T20 2018 match between Sri Lanka and Bangladesh at Darren Sammy Cricket Ground on November 14, 2018 in Gros Islet, Saint Lucia. (Photo by Matthew Lewis-IDI/IDI via Getty Images)
GROS ISLET, SAINT LUCIA – NOVEMBER 14: Jahanara Alam of Bangladesh celebrates bowling Yasoda Mendis of Sri Lanka during the ICC Women’s World T20 2018 match between Sri Lanka and Bangladesh at Darren Sammy Cricket Ground on November 14, 2018 in Gros Islet, Saint Lucia. (Photo by Matthew Lewis-IDI/IDI via Getty Images)

স্পোর্টস ডেস্ক :

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচেও হারলো বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে টাইগ্রেসরা হেরেছে ২৫ রানে। ইংল্যান্ডের দেয়া ৯৮ রানের টার্গেটে খেলতে নেমে ৭২ রানে থামে বাংলাদেশের ইনিংস।

সেন্ট লুসিয়ায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৯৭ রান করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন শাসিকলা শ্রীবর্ধনে। এছাড়া এছাড়া ১৬ রান আসে সুরাংগিকার ব্যাট থেকে। তিন উইকেট নেন জাহানারা আলম। এছাড়া একটি করে উইকেট পান খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন।

জবাবে, নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭২ রান করতে সক্ষম হয় টাইগ্রেসরা। সর্বোচ্চ ২০ রান করেন নিগার সুলতানা। এছাড়া সমান ১১ রান করে আসে আয়েশা রহমান ও রিতু মনির ব্যাট থেকে। শ্রীলঙ্কার জয়ঘনি তিনটি উইকেট নেন। ১৯ নভেম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সালমারা।